আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা আনন্দধাম এলাকায় নারী ঘটিত ঘটনাকে কেন্দ্র করে কয়েক যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় ঘটনার জের ধরে আনন্দধাম এলাকায় মোটরসাইকেল যোগে প্রবেশ করে এক যুবককে মেরে জখম করেছে।
জানা গেছে, শহরের আনন্দধাম ব্রিজের ওপর গত পরশু বান্ধবীর সাথে কথা বলাকে কেন্দ্র করে উপজেলার ডাউকি, আনন্দধাম ও হাউসপুরের কয়েক যুবকের মাঝে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে গতকাল সন্ধ্যার পর ডাউকি, আনন্দধাম ও হাউসপুর এলাকায় যুবক রিজবী, রমিও, আশিক, রানা, নাজমুলসহ কয়েকজন মোটরসাইকেল যোগে আনন্দধামে এসে টিপুকে মেরে রক্তাত্ব জখম করে। এ সময় এলাকাবাসি রুখে দাড়ালে তারা দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।