স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থীদের জোর প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে। নৌকা প্রতীকের প্রাথী বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ব্যাপক গণসংযোগের পাশাপাশি বিভিন্ন সংগঠনের সাথেও আনুষ্ঠানিক মতবিনিময় করছেন। অপরদিকে বিএনপি মনোনিত প্রাথী খন্দকার আব্দুল জব্বার সোনা ধানের শীষ প্রতীক নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান চৌধুরী জিপু তার মোবাইলফান প্রতীক নিয়ে জোর প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন।
চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগ জানিয়েছে, আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন পৌর এলাকায় নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। গতকাল বৃহস্পতিবার দিনভর নৌকা প্রতীক নিয়ে পৌর এলাকার কুলচারা গ্রামে নেতাকর্মীদের সাথে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন। সন্ধ্যায় ৪নং ওয়ার্ডের সর্দারপাড়ায় ওয়ার্ড সভাপতি বিট্টুর সভাপতিত্বে একটি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার (টোটন) উপস্থিত হয়ে এলাকাবাসীর সাথে মতবিনিময় ও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। উঠান বৈঠকে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক জনাব খুস্তার জামিল ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। সন্ধ্যায় সোনা পট্টিতে চুয়াডাঙ্গা জুয়েলার্স সমিতির সভাপতি মো. সাইফুল হাসান জোয়ার্দ্দার এর সভাপতিত্বে সংক্ষিপ্ত নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জুয়েলার্স সকল নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সোহরাব হোসেন। সভায় বক্তব্য রাখেন জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক শেখ সাদী, জেলা সেনেটারীর খোকন মিয়া ও পাইন ক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান। সভায় মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন উপস্থিত সকলকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান এবং চুয়াডাঙ্গা পৌর এলাকার উন্নয়ন চিত্র তুলে ধরেন। সভা শেষে ৯নং ওয়ার্ডের কলেজ রোড, হাসপাতাল রোড এলাকায় গণসংযোগ করেন। এ সময় সাথে ছিলেন-সাবেক জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি জাবেদ, যুবলীগ নেতা বাকী, ছাত্রনেতা পাভেলসহ অন্যান্য নেতাকর্মী।
অপরদিকে চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ওবায়দুর রহমান চৌধুরী জিপুর মোবাইলফোন প্রতীকে ভোট চেয়ে উঠান বৈঠক ও গণসংযোগ অব্যাহত রয়েছে। গতকালও রেলপাড়া, মাঝেরপাড়া, বাগানপাড়া ও ইসলামপাড়ায় উঠান বৈঠক ও গণসংযোগ করেন বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নির্বাচনী গণসংযোগকালে ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, কথা দিচ্ছি আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে আন্তরিক চেষ্টার মাধ্যমে পৌর এলাকার সকল সমস্যা সমাধান করবো ইনশাল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।