স্টাফ রিপর্টার: বাংলাদেশীদের জন্য ওমরাহ ভিসার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। নয় মাস বন্ধ রাখার পর এই ভিসা খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় হলো। পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া এক চিঠিতে ওমরাহ ভিসা খুলে দেয়ার তথ্য জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গতকাল সোমবার ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হুসাইন এ তথ্য জানিয়ে বলেছেন, গত ১৪ ডিসেম্বর ওমরাহ ভিসা খুলে দেয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সৌদি সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ধর্ম মন্ত্রণালয়কে চিঠি দিয়ে তা জানিয়েছে। উল্লেখ্য, মানবপাচারের অভিযোগে এ বছরের মার্চ মাস থেকে ওমরাহ ভিসা বন্ধ রেখেছিলো সৌদি সরকার।