দামুড়হুদায় বিজয় দিবস ফুটবলে রংধনু টেলিকম জয়ী

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের আয়োজনে (ডিএফএল) প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে দামুড়হুদা স্টেডিয়ামে আলোর ঝিলিক ও রংধনু টেলিকমের মধ্যে লিগের ২য় খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রংধনু টেলিকম ৩-১ গোলে সেনেটারি আলোর ঝিলিককে পরাজিত করে। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন রংধনু টেলিকমের ১১নং জার্সি পরিহিত ফরহাদ। রেফারি ছিলেন হাফিজুর রহমান কাজল, ইকতিয়ার রহমান ও সালাউদ্দিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের ম্যানেজার শহিদ আজম