চুয়াডাঙ্গা অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার: অগ্রণী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গার আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা চাঁদমারী মাঠে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, শ্বেতকপোত অবমুক্তকরণ এবং মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধান অতিথি বলেন, কঠোর পরিশ্রম ও ধৈর্য সহকারে কাজ করে ব্যাংকাররা দেশের অর্থনৈতিক উন্নতিতে সহায়তা করে থাকে। পরিশ্রমের ক্লান্তি লাঘবের জন্য ও একঘেয়েমিতা থেকে কিছুটা রেহায় পাওয়ার জন্য প্রতিবছর অগ্রণী ব্যাংক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়ে থাকে। এ আয়োজন ব্যাংকার ও তাদের পরিবারের সদস্যদের শরীর মনকে চাঙ্গা করে তোলে। কাজে আরো গতি বাড়িয়ে তোলে। উদ্বোধনী পর্বে অগ্রণী ব্যাংক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্য শেষে পরিচালকগণ ১৯টি ইভেন্টের প্রতিযোগিতা শুরু করেন। দিনব্যাপি প্রতিযোগিতা শেষে দুপুর আড়াইটায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অগ্রণী ব্যাংক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক সাইফুর রহমান। অগ্রণী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখার প্রিন্সিপাল অফিসার আব্দুস ছাত্তারের উপস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখার এসপিও এবং ব্যবস্থাপক গোলাম মোস্তফা। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের জন্য ১৯টি ইভেন্টের খেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিলো যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। কর্মকর্তা সন্তানদের প্রতিযোগিতায় দু-সহোদর সিফাত ও আশফিয়া ছাত্তার ইরা নিজনিজ ইভেন্ট ১শ মি. দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সকলের দৃষ্টি কাড়ে। প্রতিযোগিতার ইভেন্টগুলো পরিচালনা করেন ওয়ালিউল্লাহ সিদ্দিক, ওবায়দুল হক জোয়ার্দ্দার, সরোয়ার হোসেন মধু, ফজলুল হক, ইসলাম রকিব ও ফিরোজ উদ্দিন।