স্টাফ রিপোর্টার: খেলা নেই। কিন্তু ছুটিও নেই। সাকিব আল হাসান এখন ভীষণ ব্যস্ত। শুটিং নিয়েই এই ব্যস্ততা। শুটিংটাও যে সিনেমার নয় তা তো বুঝতেই পারছেন। মাঠের সাকিব ক্যামেরার সামনে ব্যস্ত বিজ্ঞাপনের শুটিং নিয়ে। কোয়ালিফায়ার ম্যাচে বরিশাল বুলসের কাছে হেরে গত ১৩ ডিসেম্বরই বিপিএল থেকে বিদায় নিয়েছে সাকিবের দল রংপুর রাইডার্স। অনেকের ধারণা ছিলো, টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার হয়তো দ্রুতই ধরবেন যুক্তরাষ্ট্রের ফ্লাইট। স্ত্রী শিশির আর দেড় মাসের শিশু সন্তান যে সেখানেই। তবে আগেই প্রতিশ্রুত পড়ে থাকা অনেকগুলো কাজ সেরেই যুক্তরাষ্ট্রে যাবেন বলে স্থির করেছেন সাকিব। তাই রয়ে গেলেন দেশেই। সাকিব বললেন, আসলে অনেকগুলো শুটিঙের কাজ জমা হয়ে ছিলো। এখন সেগুলো শেষ করছি। কাজগুলো শেষ হলেই চলে যাবো। দুপুরে কথাগুলো বলার সময়ও নাকি তিনি ছিলেন কোনো একটা শুটিং স্পটে।