আলমডাঙ্গায় উসকানিমূলক প্রচারণার অভিযোগে আ.লীগ প্রার্থীর প্রচারকাজে ব্যবহৃত অটোচালককে জরিমানা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় আওয়ামী লীগ মেয়র প্রার্থী হাসান কাদির গনুর নির্বাচনী প্রচারে ব্যবহৃত মাইকে উসকানিমূলক প্রচারের অভিযোগ গতকাল সন্ধ্যায় ভ্র্যম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন। অপরদিকে, বিএনপি প্রার্থী মীর মহি উদ্দিন নানাভাবে অচরণবিধি লঙ্ঘন করলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে প্রশাসন পক্ষপাতিত্ব করছে বলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অভিযোগ তুলেছেন। এ ব্যাপারে তারা রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগের প্রস্তুতি নিয়েছেন।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হাসান কাদির গনুর প্রচার মাইকে প্রতিপক্ষ মেয়র প্রার্থীর বিরুদ্ধে উসকানিমূলক প্রচারণা করছেন অভিযোগে এরশাদপুর চাতাল মোড়ে সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি ) সোনিয়া হাসান অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি নির্বাচনী আচরণ বিধিমালা ১৮ (ক)২০১৫ ধারায় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে প্রচার কাজে ব্যবহৃত আটোচালককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের জেল ঘোষণা করেন। জরিমানা টাকা পরিষদ করা হয়। এদিকে হাসান কাদির গনুর পক্ষে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। তিনি অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ বিএনপির প্রার্থী মীর মহিউদ্দিন শহরের বড় বড় বিলবোর্ড টাঙ্গিয়েছেন। যা ২৬ ধারায় স্থায়ী ও অস্থায়ী ভূমি বা অন্য কোনো কাঠামো বা বৃক্ষ ইত্যাদিতে স্থাপন করা যাবে না। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এছাড়াও তিনি পৌর সভার ড্রাইভারকে নির্বাচনী প্রচার কাজে ব্যবহার করছেন। অভিযোগ করা হয়েছে আনন্দধামে নির্বাহী ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে থেকে ওই প্রার্থীর অফিস খুলিয়েছেন। এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।