টিপ্পনী

টিপ্পনী
খবর:(আলমডাঙ্গার ঘোষবিলার ভাই ভাই ইটভাটায় জরিমানা)

কাঠ পোড়াবেন মাঠ পোড়াবেন
শহর বাজার হাট পোড়াবেন
পুড়ছে মানুষ ভাটায়-
কী করে দিন কাটাই!

পুড়ছে কাদা পুড়ছে মাটি
পুড়ে পুড়ে হচ্ছে খাঁটি
অনিয়মের বিরাট ঘাটি
তোমার তাতে কী
ছি!

দেশ পুড়িয়ে শেষ পুড়িয়ে
টাকার পাহাড় গড়েন তারা
সকাল বিকেল আয়েশ-আরাম
চার চাকাতে চড়েন তারা!

আহাদ আলী মোল্লা