১৩ মাস পর আপন ঠিকানায় ফিরলো ভারতীয় নাগরিক তপন

দর্শনা অফিস: দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠকের পর ফেরত দেয়া হয়েছে ভারতীয় নাগরিক তপন দাসকে। ১৩ মাস পর আপন ঠিকানায় ফিরলো সে।
জানা গেছে, ভারতের উত্তর-চব্বিশ পরগনা জেলার নিমতা থানার উত্তর নিমতা পাইকপাড়া গ্রামের দেবেন দাসের ছেলে তপন দাস গত বছরের ২২ নভেম্বর পাসর্পোট ভিসার মাধ্যমেই বাংলাদেশে আসেন। ওই দিনই ভারতীয় ৫০ পিচ শাড়িসহ চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হাতে গ্রেফতার হন তপন দাস। পরদিন পুলিশ তপনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করে। ২৭ এপ্রিল এ মামলা থেকে আদালত তপনকে বেকসুর খালাস দেন। আইনি জটিলতা কাটিয়ে অবশেষে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা জয়নগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তপনকে নিজ দেশে ফেরত দেয়া হয়। বৈঠকে বিজিবির পক্ষে ছিলেন দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম, জয়নগর ইমিগ্রেশনের ইনচার্জ এসআই মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা সদর থানার এএসআই হুমায়ুন কবির, বিএসএফর পক্ষে ছিলেন, গেদে কোম্পানি কমান্ডার সঞ্জিব কুমার, ইমিগ্রেশন অফিসার আরকে সিনহা, ডিআইবি অফিসার এস চ্যাটার্জি প্রমুখ।