আগুনে পুড়ে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন টেইপুরের গৃহবধূ বিথী

স্টাফ রিপোর্টার: আগুনে পুড়ে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন ২৮ বছর বয়সী গৃহবধূ বিথী খাতুন। গতকাল মঙ্গলবার বিকেলে স্বামীগৃহে ভাত রান্নার সময় পরনের শাড়িতে আগুন ধরে বিথী ঝলসে যান বলে তার শয্যাপাশে থাকা শাশুড়ি জানিয়েছেন।
পরনের শাড়িতে আগুন লাগলে পিঠ ও পাজরের বদলে শুধু বুক আর ডান হাত আগুনে ঝলসানো কেন? এ নিয়ে রহস্য দানা বাঁধলেও প্রতিবেশীদের তেমন কেউই মুখ খোলেননি। বিথী খাতুন চুয়াডাঙ্গা জেলা সদরের আলকুদিয়া টেইপুরের একরামুলের স্ত্রী। বিথী খাতুনের শয্যাপাশে থাকা লোকজন বলেছেন, বিকেলে রান্নার সময় পরনের শাড়িতে আগুন লেগে যায়। আগুনের আঁচে বিথীর চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসে। আগুন নেভানোর পর তাকে উদ্ধার করে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। চিকিৎসক বলেছেন, বুকে ও ডান হাত ঝলসে গেছে। চিকিৎসা চলছে।

Leave a comment