চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন : ভোটযুদ্ধে দুটি প্যানেল

োস্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দুটি প্যানেল ভোটযুদ্ধে নেমে জোর প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। আজাদ মালিতা-ফাইজার চৌধুরী প্যানেল যেমন গতকাল প্রবীণ সদস্যের দোয়া নিয়ে মাঠে নেমে দিনব্যাপী ভোটার তথা ক্লাবের সদস্যদের নিকট ঘুরেছেন, তেমনই অপর প্যানেল পূর্বের মতোই প্রচার প্রচারণা অব্যাহত রেখেছে। প্যানেল দুটিই তাদের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে ভোটারদের সামনে হাজির হচ্ছে।
আজাদ মালিতা-ফাইজার চৌধুরী প্যানেলভুক্ত প্রার্থীদের প্রচারণা পর্বে বলেছেন, কাউকে বাদ দিয়ে নেয়, সকলকে আগলে রেখেই প্রেসক্লাবের তথা ক্লাবসভ্যদের ভাবমুর্তি উজ্জল করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে এই প্যানেল। তৃতীয় তলাই শুধু নয়, ক্লাবের অবকাঠামো নির্মাণের বাকি অংশ সম্পন্ন করা হবে। অপরদিকে শারীফ উদ্দীন হাসু-রাজন রাশেদ প্যানেলভুক্ত প্রার্থীরাও গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের সামনে হাজির হচ্ছেন। এর মধ্যে উন্নয়নের প্রতিশ্রুতিই বেশি।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সর্বাত্মক সফল করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা পরিষদও আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে। আগামী ২০ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হবে। ভোটাধিকার প্রয়োগ করে সদস্যরা যোগ্য নেতৃত্বকেই নির্বাচিত করবে বলে আশা করছেন ক্লাব সংলশ্লিষ্টসহ জেলার সচেতন সূধি মহল।