স্টাফ রিপোর্টার: যশোরের মনিরামপুরের গ্রামে সবুজ হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার তাকে কুপিয়ে জখম করার পর বিকেলে তিনি মারা যান। নিহত সবুজ উপজেলার ডুমুরখালী গ্রামের আকবর হোসেনের ছেলে ও ঝিকরগাছার বাঁকড়া ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র।
নিহতের পরিবার জানিয়েছে, সবুজ হোসেন স্থানীয় ডুমুরখালী বাজারে পৌঁছুলে একই গ্রামের গোলাম মোস্তফা ও তার ভাই জসিম উদ্দিন পূর্ব শত্রুতার জের ধরে সবুজের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে সবুজের ঘাড়ের ওপর কোপ দেয়। পরে আশপাশের লোকজন সবুজকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে যশোর হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মনিরামপুরের ঝাঁপা পুলিশ ফাঁড়ির ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।