গাংনী পৌর নির্বাচনে দু কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌর নির্বাচনে গতকাল শনিবার দুজন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এরা হচ্ছেন- ৩নং ওয়ার্ডে শরিফুল ইসলাম ও ৪নং ওয়ার্ডে মহিবুল ইসলাম। আজ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আরো কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর ও মেয়র প্রার্থী দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। গাংনী পৌর নির্বাচনে মেয়র পদে, ওয়ার্ড কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে দুজন জেলা প্রশাসকের কাছে আপিল করেন। আপিলে দুজনেরই প্রার্থিতা বাতিল বহাল করেন জেলা প্রশাসক।