দামুড়হুদা/দর্শনা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে দু বছর কারাভোগ শেষে শুকুর আলী, সাদের মিয়া ও তোফাজ্জেল হোসেন নামের ৩ বাংলাদেশি যুবক দেশে ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সীমান্তের ৭৬ নং মেইন পিলারের নিকট বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত আনা হয়।
জানা গেছে,২০১৩ সালের ১৯ আগস্ট হিলি সীমান্ত দিয়ে এলাকার হাবিব নামের এক দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে ভারতে যান সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ফেনিবিল গ্রামের আবুল কাশেমের ছেলে শুকুর আলী (২৮),একই গ্রামের হানিফ মিয়ার ছেলে তোফাজ্জেল হোসেন (২১) ও জিনুমিয়ার ছেলে ছাদেক মিয়া (২৮)। ওই দিনই ভারতীয় রেল পুলিশের হাতে আটক হন তারা। রেল পুলিশ অবৈধ অনুপ্রবেশের দায়ে মালদহ জেলহাজতে প্রেরণ করে। সেখানে ৪ মাস হাজত খাটার পর পাঠনো হয় বহরমপুর কেন্দ্রীয় কারাগারে। দীর্ঘ ২৮ মাস কারাভোগের পরে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির নিকট হস্থান্তর করে বিএসএফ। এ সময় ভারতের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম,ইমিগ্রেশন ইনচার্জ এসআই মাহাবুব,দামুড়হুদা মডেল থানার এসআই রাসেল সরোয়ার,ভারতের পক্ষে বিএসএফের গেদে কোম্পানি কমান্ডার সঞ্জিব কুমার,এএসআই গোপাল চন্দ্র মণ্ডল,কালীপদ মণ্ডল ও জালাল উদ্দীন। পরে বিজিবি ওই তিনজনকে দামুড়হুদা থানা পুলিশের নিকট হস্থান্তর করে।