মহেশপুর প্রতিনিধি: মহেশপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ চাঁদাবাজীকে আটক করেছে।
জানা গেছে, গতকাল সোমবার উপজেলার বাথানগাছি গ্রামের আব্দুল ওয়াদুদ বিশ্বাসের ছেলে রিপন আহম্মেদ খোকন (৩০) ও একই উপজেলার বেলেমাঠ গ্রামের জামাল উদ্দিনের ছেলে তুষার আহম্মেদ (২৫) গত ২ দিন যাবত বেলেমাঠ গ্রামের ব্যবসায়ী জাকির হোসেনের নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। কিন্তু জাকির হোসেন তাদের চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় রোববার রাতে চাঁদাবাজিরা জাকির হোসেনের বাড়িতে ২টি হাত বোমা বিস্ফোরণ ঘটায়। ওই মুহুর্তে মহেশপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপন ও তুষারকে আটক করে থানায় নিয়ে আসে। মহেশপুর থানা অফিসার ইনচার্জ শাহিদুল ইসলাম শাহিন জানান, ২ চাঁদাবাজীকে বোমা বিস্ফোরিত স্থান থেকে ধরে আনা হয়েছে। সোমবার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।