ঝিনাইদহে নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত ৪৪ শিশু সদর হাসপাতালে ভর্তি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ঠাণ্ডাজনিত কারণে সদর হাসপাতালে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। ঠাণ্ডার কারণে শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে বেশী আক্রান্ত হচ্ছে। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে ৪৪ শিশু ভর্তি রয়েছে। শিশু ওয়ার্ডে ৮ শয্যার বিপরীতে ভর্তি রয়েছে ৪১ জন শিশু। ফলে প্রতি শয্যায় ২ থেকে ৩ শিশুকে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এতে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। হাসপাতালটির বর্হি:বিভাগ ও জরুরী বিভাগের মাধ্যমে প্রতিদিন গড়ে ২ শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল ইসলাম জানান, আবহাওয়ার পরিবর্তন জনিতকারণে শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে। আমরা সাধ্যমতো শিশুদের চিকিৎসা দিচ্ছি। রোগীর চাপ বেশী থাকায় একটু সমস্যা হচ্ছে। পাশাপাশি এসব রোগে শিশুরা যাতে আক্রান্ত না হয় এজন্য অভিভাবকদের বিভিন্নভাবে পরামর্শ দেয়া হচ্ছে।