থিয়েটারের পরিবেশনায় ‘মায়ানদী’

 

 

নাটকের দল থিয়েটার এর সপ্তাহব্যাপী আয়োজন ‘থিয়েটার সপ্তাহ’ চলছে বাংলাদেশ শিল্পকলায়। অনুষ্ঠানের দ্বিতীয় সন্ধায় জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ‘মায়ানদী’ নামে একটি নাটকের উদ্বোধনী মঞ্চায়ন করে থিয়েটার। নাটকটির রচনা ও নির্দেশনা করেছেন মারুফ কবির। মায়ানদী নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, রামেন্দু মজুমদার, ত্রপা মজুমদার, পরেশ আচার্য, রাশেদ শাওন, গোলাম শাহরিয়ার সিক্ত, রবিন বসাক, নুর জামান রাজা, নুরে খোদা মাসুক সিদ্দিক, তামান্না ইসলাম, নাফিজ বাঁধন, কল্যাণ চৌধুরী, সাইফ জোয়ারদার, তানভীর হোসেন সামদানী, আব্দুল কুদ্দুস প্রমুখ। দীর্ঘ বিরতির পর নতুন নাটক মঞ্চে এনেছে দেশের প্রথম শ্রেণীর নাটকের দল থিয়েটার। শুধু শিল্পীদের দক্ষ অভিনয়শৈলী নয়, ‘মায়ানদী’র মনকাড়া সেট নাটকের দর্শকদের আকৃষ্ট করেছে দারুনভাবে। গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ সেট ডিজাইন নাটকটিকে দর্শক প্রশংসায় এগিয়ে রেখেছে একধাপ । যারা অন্তরের অন্ত:স্থল থেকে প্রকৃতিকে গভীরভাবে ভালোবাসেন তাদের প্রত্যেকের হৃদয়ের গহীনেই একটি নদীর বসবাস। পানির দেশের মানুষ হিসেবে বাঙালি পানির কষ্ট সহ্য করার ক্ষমতা খুব সীমিত, কিন্তু প্রকৃতি এবং  নদী ধবংশের ফল একসময় নিদারুনভাবে ভোগাবে পুরো বাঙালি জাতিকে । সেই অনাগত দুঃসহ বিভীষিকাময় বিষয়টি এ নাটকে উপস্থাপন করেছেন নাট্যকর্মীরা। নাটকটিতে নদীর সঙ্গে মানুষের সম্পর্কের গভীরতা ফুটিয়ে তুলেছেন তারা।