দেশে ফিরলেন নারী ক্রিকেট দল

স্টাফ রিপোর্টার: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপপর্ব থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত টানা চার জয়ের পর ফাইনালে আয়ারল্যান্ডের কাছে হেরে গেলেও বিশ্বকাপে নিজেদের অবস্থান সুসংহত করে তবেই দেশে ফিরেছে জাহানারা-সালমারা। ব্যাংকক থেকে রবিববার দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লাল-সবুজের দল।
বাংলাদেশে ফিরে অধিনায়ক সালমা খাতুন বলেন, এই সফরটা আমাদের জন্য খুব ভাল ছিল।দলের সামগ্রিক পারফরমেন্সে আমি সন্তুষ্ট। তবে আবহাওয়াগত কারণে আমরা আমাদের সেরা খেলাটি খেলতে পারিনি।
দলের কোচ চাম্পিকা গামাগে বলেন, বাছাইপর্বের আগে আমরা প্রস্তুতিতে তেমন সময় পাইনি। তারপরেও দল যে পারফরমেন্স দেখিয়েছে তাতে আমি খুশি। আগামী বছরের মার্চে ভারতে শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।