মেয়েদের অধিকার বুঝিয়ে দিলেন রাধিকা

কথায় আছে অধিকার না দিলে তা ছিনিয়ে নিতে হয়৷ সবক্ষেত্রে এমনটা হয় কিনা জানা নেই, তবে মেয়েদের বেশিরভাগ ক্ষেত্রেই বোধহয় এমনটাই করতে হয়৷ পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের সবক্ষেত্রেই পিছনের সারিতে রাখা হয়৷ হয়ত সকলেই জানেন মেয়েটি সবদিক থেকে অন্যের চেয়ে ভালো কিন্তু তবুও তিনি কেবল মেয়ে বলে পিছনের সারিতেই থাকেন৷ আর তিনি যদি কোনওভাবে সন্তানসম্ভবা হয়ে পড়েন তাহলে তো কথাই নেই৷ বাইরের জগত তার সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারলেই যেন বাঁচে৷
সম্প্রতি এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ ভিডিওতে এক অন্তঃসত্বা মহিলার চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী রাধিকা আপ্তেকে৷ যিনি তার প্রতি হওয়া অন্যায়ের যোগ্য জবাব দিয়েছেন৷ তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, একজন মহিলা একা হাতে সবদিকে সামঞ্জস্য রেখে চলতে পারেন৷ তাঁর সে ক্ষমতা রয়েছে৷ ঔনুকের নতুন এই ভিডিওতে ব্যবহার করা হয়েছে একটি ট্যাগলাইন, হ্যাশট্যাগ বোল্ড ইড বিউটিফুল৷