মাথাভাঙ্গা মনিটর: ড্যান পিট আর কাইল অ্যাবটের দারুণ বোলিঙে দিল্লি টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে চতুর্থ টেস্টে ভারতের প্রথম ইনিংসে লড়ে যাচ্ছেন অজিঙ্কা রাহানে। প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ২৩১ রান। অজিঙ্কা রাহানে ৮৯ ও রবিচন্দ্রন অশ্বিন ৬ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ৩৩ রানের জুটি গড়েছেন এই দুই জন। ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেওয়া ভারত তাকিয়ে আছে অষ্টম টেস্ট অর্ধশতক পাওয়া রাহানের দিকে। এর আগে দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাট করতে নেমে ৬৬ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় ভারত। দুই উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় ও শিখর ধাওয়ানকে (৩৩) ফিরিয়ে দেন সিরিজে প্রথমবারের মতো খেলতে নামা অফ স্পিনার পিট। তিন নম্বর ব্যাটসম্যান চেতেশ্বর পুজারাকে বোল্ড করেন পেসার অ্যাবট।
চতুর্থ উইকেটে অধিনায়ক বিরাট কোহলি ও রাহানের ব্যাটে প্রতিরোধ গড়ে ভারত। ১৭ ওভার স্থায়ী ৭০ রানের জুটি ভাঙার কৃতিত্ব পিটের। তার বলে উইকেটরক্ষক ড্যান ভিলাসকে ক্যাচ দেন কোহলি (৪৪)। একবার জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি রোহিত শর্মা। ১ রান করে পিটের বলে সীমানায় ইমরান তাহিরকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ঋদ্ধিমান সাহাকে দ্রুত ফিরিয়ে ভারতের ওপর চাপ আরও বাড়ান অ্যাবট। পরে রাহানে-রবিন্দ্র জাদেজার ৫৯ রানের জমে উঠা জুটিও ভাঙেন এই পেসার। ডিন এলগারের তালুবন্দি হওয়ার আগে ২৪ রান করেন জাদেজা। রাহানে ফিরে যেতে পারতেন ব্যক্তিগত ৭৪ রানে। পিটের বলে তার ক্যাচ সেবার তালুবন্দি করতে পারেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। ১০১ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার পিট। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই অফ স্পিনার টানা তৃতীয় ইনিংসে চার উইকেট পেলেন। অ্যাবট ৩ উইকেট নেন ২৭ রানে। প্রথম দিন লেগ স্পিনার তাহিরকে দিয়ে ৭ ওভারের বেশি বল করাননি আমলা।