ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে ৩ টি হাতবোমা ও ৬ রাউন্ড গুলিসহ আব্দুল আলিম (৩৮) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত খালেক ড্রাইভারের ছেলে। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। কোটচাঁদপুর থানার ওসি আহম্মেদ কবীর হোসেন জানান, সন্ত্রাসী আব্দুল আলীম বিকেলে নিজ বাড়ীতে অবস্থান করছে এমন সংবাদ পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে ৩টি হাত বোমা ও ৬ টি তাজা গুলিসহ আব্দুল আলীমকে গ্রেফতার করা হয়। আব্দুল আলীমের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় হত্যা মামলা রয়েছে বলেও ওসি জানান।