প্রথম আলো-বন্ধুসভা ক্রিকেট টুর্নামেন্টে তানভীর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

????????????????????????????????????

স্টাফ রিপোর্টার: তালতলা একাদশকে ৮ রানে হারিয়ে চুয়াডাঙ্গার তানভীর স্পোর্টিং ক্লাব প্রথমআলো-বন্ধুসভা ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে। গতকাল শুক্রবার বিকেলে পৌর এলাকার তালতলা তরুণ সংঘ মাঠে শ শ দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নির্ধারিত ১০ ওভারের খেলায় টস হেরে তানভীর স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ১২০ রানে অলআউট হয়ে যায়। ১২১ রানের টার্গেটে খেলতে নেমে তালতলা একাদশ ১০ ওভারে ১১২ রান। তানভীর স্পোর্টিং ক্লাবের রিভু ম্যান অব দ্যা ম্যাচ হন।
টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন নিউ সেভেন স্টার ক্লাবের ইনামুল হক ইনা, সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার পেয়েছেন তানভীর স্পোর্টিং ক্লাবের অভি, সেরা ফিল্ডিং বন্ধুত্ব একাদশের নাজমুল ইসলাম এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন হাজরাহাটি একাদশের রনি।
গতকাল শুক্রবার বিকেলে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেয়া হয়। প্রথমআলো-বন্ধুসভা চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলার প্রবীণ ব্যক্তিত্ব হারান মণ্ডল, প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, অধ্যক্ষ মামুনুর রশীদ ও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুর রশিদ।
এ সময় সাবেক পৌর কাউন্সিলর আব্দুস সামাদ, বন্ধুসভার পক্ষ থেকে রনি আলম, সাহানা আফরোজ জবা, সানজিদা হান্নান রুম্পা, ইতি খাতুন, প্রিতম ত্রিবেদী পান্না, দেবব্রত বিশ্বাস, মাহমুদ আল জান্নাত আগুন ও মো. পাপ্পু উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
প্রথমআলো বন্ধুসভা চুয়াডাঙ্গা জেলা কমিটি ও ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে গত ১৩ নভেম্বর সোমবার থেকে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। এবারের আয়োজনে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। পুরো টুর্নামেন্টে আম্পায়ারিংসহ সার্বিক সহযোগিতা করেন সুবীর বিশ্বাস, নাজমুল ইসলাম ও আব্দুল আলীম।

Leave a comment