টিপ্পনী

টিপ্পনী
খবর:(ফুরফুরে মেজাজে ভোটের মাঠ গরম রেখেছেন কাউন্সিলর প্রার্থীরা)

ভোটের হাওয়া উঠলো দেশে
মেজাজ সবার ফুরফুরে,
প্রার্থী বেড়ান বাড়ি বাড়ি
স্বভাব তাদের ঘুরঘুরে।

ভাব ফুটানি নেই কারো আর
মুখে হাসি দেখছি সবার
খোলাখুলি কোলাকুলি
ভাব জমানোর ঝোলাঝুলি।

ভোটের হাওয়া বন্ধ খাওয়া
সকাল-সাঁঝে চলছে ধাওয়া
ডিসেম্বরে ভোট
সাহেব ছেটায় নোট।

Ñআহাদ আলী মোল্লা