মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামে বাল্যবিয়ে দেয়ার অপরাধে বর, কনের পিতাসহ ৭ জনকে ১মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে আদালত এ রায় দেন। দণ্ডিতরা হলেন এসবিকে ইউনিয়নের সুন্দরপুর গ্রামের আনসার আলীর ছেলে বর কামরুজ্জামান (২০), ভগ্নিপতি ঝিনাইদহ সদর উপজেলার নৈহাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে ফারুক হোসেন (২৮), মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দপুর গ্রামের মিয়া জানের ছেলে সাইফুল ইসলাম (৩০), এসবিকে ইউনিয়নের বেলেঘাট গ্রামের জয়নাল মণ্ডলের ছেলে হাসান আলী (১৮), সুন্দরপুর গ্রামের মোজাহার মণ্ডলের ছেলে মঙ্গল মণ্ডল (৫০), কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের মোতালেব হোসেনের ছেলে বিপুল হোসেন (১৮) ও কনের পিতা সুন্দরপুর গ্রামের অহেদুল ইসলাম।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সুন্দরপুর গ্রামের অহেদুল ইসলামে ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়ের (১৩) বিয়ে দেয়া হচ্ছিলো একই গ্রামের কামারুজ্জামানের সাথে। খবর পেয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করে দেন। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ের সাথে জড়িত থাকার অপরাধে ৭ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডিতদের বৃহস্পতিবার রাত ১১টার দিকে থানায় নিয়ে রাখা হয়। আগামীকাল সকালে তাদেরকে জেলহাজতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।