আলমডাঙ্গার আন্দিপুরে পিএসসি পরীক্ষার্থী মেয়ে ও পিতাকে পিটিয়ে জখম

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা আন্দিপুর গ্রামে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে পিএসসি পরীক্ষার্থী মেয়ে ও তার পিতাকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গতকাল সোমবার দুপুরে নির্মানাধীন ঘর ভাঙচুরসহ এ মারধরের ঘটনা ঘটে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার আন্দিপুর গ্রামের আফজাল হক বিশ্বাসের ছেলে আমজাদ বিশ্বাসের (৪৫) সাথে শরিকি জমি নিয়ে তার চাচাতো ভাইয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। গতকাল আমজাদ তার জমিতে পাকাঘর নির্মাণ করছিলেন। সে সময় আমজাদের চাচাতো ভাই আক্তার বিশ্বাস এবং তার দু ছেলে রুবেল ও আলামিন মিস্ত্রিদের তাড়িয়ে দেয়। এতে আমজাদ বাধা দিলে তাকে মারধর করা হয়। এ সময় আমজাদের মাথার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার মাথা কেটে রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে যান। তার মেয়ে পিএসসি পরীক্ষার্থী সুরভী (১২) চিৎকার করে পিতাকে বাঁচাতে ছুটে এলে তাকে কোদাল দিয়ে মেরে হাত ভেঙে দেয়া হয়। প্রতিবেশীরা ছুটে এলে আক্তারসহ তার ছেলেরা পালিয়ে যায়। জখম আমজাদ ও তার মেয়ে সুরভীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে রাতেই আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।