সহজ ম্যাচ কঠিন করে জিতল ঢাকা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতল ঢাকা। মাত্র ১১১ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের শেষ ওভারে গিয়ে ৬ উইকেটের জয় পায় ঢাকা ডাইনামাইটস। গতকাল রোববার রাতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। তবে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১১০ রান করে দলটি। এর মধ্যে সর্বোচ্চ ২৫ রান এসেছে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ব্যাট থেকে। এছাড়া মাহমুদুল হাসান ২২ ও জ্যামাইকান ক্রিকেটার ক্রিসমার সান্তোকি অপরাজিত থাকেন ২১ রানে। ঢাকা ডাইনামাইটসের বোলারদের দাপটে একসময়ে ৫ উইকেটে কুমিল্লার সংগ্রহ ছিলো মাত্র ৩৬ রান। টপ অর্ডারদের ব্যর্থতার দিনে লোয়ার মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা দলকে লড়াই করার মতো পুঁজি দেয়ার চেষ্টা করেছেন। ঢাকা ডাইনামাইটসের পক্ষে ৩ উইকেট নিয়েছেন পেসার আবুল হাসান রাজু। এছাড়া ২ উইকেট নিয়েছেন স্পিনার মোশাররফ হোসেন এবং ১টি করে উইকেট নিয়েছেন ফরহাদ রেজা ও বাংলাদেশ জাতীয় দলের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। জয়ের জন্য ১১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঠিক যেন টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেনি ঢাকা ডাইনামাইটস। সহজ লক্ষ্যে পৌঁছতে তারা খেলেছে ১৯.২ ওভার পর্যন্ত। ঢাকার হয়ে ওপেনার নাসির জামশেদ করেছেন ৪৪ বলে ৪৪ রান। এছাড়া ২৯ বলে ২৫ রান করেছেন অধিনায়ক সাঙ্গাকারা। শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে ১১২ রান করে নাসির হোসেনরা।