ফাঁসির রায় কার্যকর হওয়ায় মেহেরপুর ও গাংনী আনন্দ মিছিল

?????????????

স্টাফ রিপোর্টার: মহান মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত সালাউদ্দীন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় মেহেরপুর, গাংনীসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিলসহ মিষ্টিমুখের খবর পাওয়া গেছে। চুয়াডাঙ্গা ছাত্রলীগ গত পরশু রাতেই মিছিলসহ মিষ্টিমুখের উৎসব করলেও মেহেরপুরসহ বিভিন্নস্থানে ছাত্রলীগ গতকাল মিছিল করে।
মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে গতকাল রোববার বেলা ১১টার দিকে শহরে একটি আনন্দ মিছিল ও কলেজ ক্যাম্পাসে সমাবেশ করা হয়েছে। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুদরুত-ই খোদা রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ ইমতিয়াজ জুলফিকার, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ প্রমুখ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, যুদ্ধাপরাধী সালাউদ্দীন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় গতকাল রোববার বেলা ১১টার দিকে মেহেরপুরের গাংনীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। গাংনী পৌর মেয়র আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলীর নেতৃত্বে আনন্দ মিছিলটি গাংনী বড়বাজার এলাকা থেকে শুরু হয়ে হাসপাতালবাজার ঘুরে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয়। ঢাক-ঢোল বাজিয়ে উল্লাস প্রকাশ করেন নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, উপজেলা যুবলীগের সহসভাপতি আল ফারুক, আমজাদ হোসেন, যুবলীগ নেতা আশিকুর রহমান আকাশ, আসাদুজ্জামান মিলন, আব্দুল আলিম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোহিদুল ইসলাম, সহসভাপতি ফয়সাল আহম্মেদ সাগর, গাংনী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন উজ্জ্বল, সাবেক সম্পাদক তানভির ইসলাম উজ্জ্বল, উপজেলা সৈনিকলীগের সহসভাপতি জিয়াউল হক জিয়া, প্রগতি ক্লাবের সভাপতি মজনুল হক মজনু ও সাধারণ সম্পাদক তুষারসহ নেতৃবৃন্দ।
কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, দেশের শীর্ষ দু যুদ্ধাপরাধীর ফাঁসির দণ্ড কার্যকর হওয়ায় কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধারা আনন্দ মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করেছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে এ আনন্দ মিছিল করা হয়।
মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঈগল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সহকারী ইউনিট কমান্ডার আফতাব উদ্দিন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নজরুল করিম, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি সৈয়দ নিজাম উদ্দিন লাইট, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এনামুল হক বিশ্বাস, সহকারী কমান্ডার মহাম্মদ শরীফ, আমজাদ হোসেন, মোহাম্মদ আলী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্মআহ্বায়ক লুৎফর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আব্দুল্লাহ-আল-মতিন লোটাস প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে মিষ্টি বিতরণ করা হয়।