মেহেরপুর অফিস: মেহেরপুর পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।
নবগঠিত পৌর ছাত্রলীগের কমিটিতে মো. আরিফ শেখকে সভাপতি এবং মাকসুদুল আলম ওরফে মিথেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ৬ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি আলমগীর খান ও নাবিল রেজা ওরফে অর্ক, যুগ্মসাধারণ সম্পাদক লিজন আহাম্মেদ ও দুলাল মাহমুদ। নবগঠিত কমিটিকে এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।