স্টাফ রিপোর্টার: জীবননগর জননী ক্লিনিকে সিজার করে ভূমিষ্ঠ করা নবজাতককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেও বাঁচানো যায়নি। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জীবননগরের জননী ক্লিনিকে নূর বানুর অস্ত্রোপচার করে নবজাতককে ভূমিষ্ঠ করা হয়। শিশুর অবস্থা ক্রমশ খারাপের দিকে গেলে তাকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সন্ধ্যা ৭টার দিকে নবাজতক মারা যায়। নূর বানু দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের বাবুর স্ত্রী। সিজার করে অস্ত্রোপচার করেও কেন শিশুকে বাঁচানো গেলো না? শিশুর পিতা বাবু অভিযোগ করে বলেন, প্রসবের সময় না হওয়ার আগেই ক্লিনিকের লোকজন সিজার করিয়েছে বলেই কন্যাসন্তানকে বাঁচানো গেলো না।