মেহেরপুর অফিস ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মেহেরপুর শ্রমিক সমাবেশ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়ন এবং ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি খুলনা বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু। প্রধান বক্তা ছিলেন খুলনা বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আজিজুল আলম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরি সভাপতি সাদেক আহমেদ খান, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মো. সরোয়ার হোসেন, খুলনা বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্মসম্পাদক মোহাম্মদ আলী, দফতর সম্পাদক শেখ শফিকুল ইসলাম মঞ্জু। বক্তব্য রাখেন ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সাবেক সভাপতি আবু হোসেন খান বাবু, বর্তমান সভাপতি কদর আলী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এমএ কুদ্দুস, কার্যকরি সভাপতি এনামুল হক, যুগ্মসম্পাদক ফারুক হোসেন, সাবেক লাইন সম্পাদক মাহবুব এলাহী, বর্তমান লাইন সম্পাদক সাজেদুর রহমান সাজু, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনি, শ্রমিক কল্যাণ সম্পাদক শাহীন আলম, সদস্য রেজাউল হক প্রমুখ।
আগামী ১৮ নভেম্বরের মধ্যে কুষ্টিয়া জেলা ট্রাক ও ট্রাংকলরি এবং কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নকে রাজনীতিমুক্ত করে সাধারণ শ্রমিকদের পছন্দ মোতাবেক নির্বাচন করতে দেয়া, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে শ্রমিক হয়রানি বন্ধ, হাইওয়ে পুলিশের চেকিঙের নামে শ্রমিক হয়রানি বন্ধ ও প্রধান সড়কে নসিমন-করিমন, আলগামনসহ সবধরনের অবৈধ যান চলাচল বন্ধসহ ৫ দফা দাবি বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বায়ন জানান শ্রমিক নেতারা। অন্যথায় ১৯ নভেম্বর থেকে সকল ধরনের গাড়ি চলাচল বন্ধ করে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান নেতারা।