গাংনী ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময়

???????????????????????????????

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।

প্রধান অতিথি বলেন, গাংনী ডিগ্রি কলেজের সুনাম ফিরিয়ে আনতে শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক ও সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। এলাকার ছেলেমেয়েরা যাতে এখানে অনার্স ও মাস্টার্স পড়তে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

গাংনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা চেয়ারম্যান কেএম শফিকুল আলম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ, ইয়াছিন রেজা ও গাংনী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ।

সহযোগী অধ্যাপক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ওয়াক্কাছ আলী, নুরুল ইসলাম, বিশিষ্ট কথা সাহিত্যিক অধ্যাপক রফিকুর রশীদ রিজভী, অধ্যাপক এনামুল আযীম, কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক ইমরান হাবীব, উপজেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক মিলন, সাংগঠনিক সম্পাদক সাগর, কলেজ ছাত্রলীগ নেতা নাজমুল হক, জাহাঙ্গীর আলম, জীবন প্রমুখ। অনুষ্ঠানে অভিভাবকেরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন পরামর্শ ও লেখাপড়ার মানোন্নয়নে মতামত তুলে ধরেন।