চুয়াডাঙ্গা ডিঙ্গেদহে আওয়ামী লীগের মতবিনিময়সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

VLUU L100, M100 / Samsung L100, M100

ডিঙ্গেদহ প্রতিনিধি: জামায়াত-বিএনপি জোট জাতীয় নির্বাচন বানচাল করতে কখনো বাসে পেট্রোল বোমা মেরে, আবার রেল লাইনের স্লিপার তুলে, রেলে আগুন ধরিয়ে মানুষ হত্যা করে দেশ অস্থিতিশীল ব্যর্থ বানানোর চেষ্টা করেছিলো। তাদের সকল চেষ্টা ব্যার্থ হলেও তারা থেমে নেই। বিদেশি নাগরিকদের হত্যা করে আইএস’র নামে প্রচার করে বিদেশিদের সহানুভুতি নিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতার আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের বিরুদ্ধে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। বিদেশি আইএস জঙ্গিদের অজুহাত দেখিয়ে দেশে ঘাটি গাড়ার চেষ্টা করছে। বর্তমানে জামায়াত-বিএনপি’র লোকেরা আওয়ামী লীগে ঢুকে দলের মধ্যে বিরোধ বাধিয়ে দলের শৃঙ্খলা ও ঐক্য নষ্ট করছে। জামায়াত-বিএনপি’র ষড়যন্ত্র মোকাবেলার জন্য দলের সকল নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। অন্যান্য দল থেকে আওয়ামী লীগে আসলে ও বিএনপি-জামায়াতের কোনো লোক দলে না ঢোকে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনা দলকে সাংগঠনিকভাবে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য দলের সকল কমিটি গঠন করার উদ্যোগ নিয়েছে। আগামী মাসে দলের জেলা কাউন্সিল অনুষ্ঠিত হবে। জেলা কমিটিতে যাতে ত্যাগী নেতারা আসে সবাইকে সেই চেষ্টা করতে হবে। গতকাল শনিবার বিকেল ৪টায় শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ হলরুমে চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এ কথাগুলো বলেন। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. মান্নান নান্নুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, অ্যাড. শামশুজ্জোহা, যুগ্মসম্পাদক আশাদুল হক বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আ. মালেক ও শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাড. বেলাল হোসেন। বক্তব্য রাখেন আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল, মোমিনপুর ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মিলন মিয়া, শঙ্করচন্দ্র ইউনিয়ন আ. লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, পদ্মবিলা ইউনিয়ন আ.লীগ সভাপতি বজলুর রহমান, কুতুবপুর ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আ. লতিফ, তিতুদহ ইউনিয়ন সম্পাদক আলী হোসেন, বেগমপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ, আওয়ামী লীগ নেতা আবু তাহের, ইসলাম উদ্দিন, আব্দুর রাজ্জাক প্রমুখ।