বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে নির্বাচন বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা যুবলীগের কার্যলয়ে সকাল ১০টায় পৌর নির্বাচন বিষয়ক আলোচনা সভায় জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লুসহ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সকল সদস্য। আলোচনাসভায় বক্তারা চুয়াডাঙ্গা পৌরবাসীর উন্নয়নের কথা ভেবে জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপুকে আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা,বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন বিষয়ক কমিটির দৃষ্টি আকর্ষণ করে মতামত ব্যক্ত করেন। তারা চুয়াডাঙ্গা পৌরবাসীর ভাগ্য উন্নয়নের কথা ভেবে কেন্দ্রীয় নির্বাচনী তদন্তটিম কর্তৃক চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঠ পর্যায়ে তদন্তের মাধ্যমে সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে যাচাই বাছাই করে দলীয় প্রার্থী মনোয়নের জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে অনুরোধ করেন।
বক্তারা আরও বলেন ওবাইদুর রহমান চৌধুরী জিপু বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত,বাংলাদেশ আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ একজন পরীক্ষিত সৈনিক এবং অত্যন্ত পরোপকারী সেবাপরায়ণ ব্যক্তি। এজন্য ওবাইদুর রহমান চৌধুরী জিপু সব মহলের মতামতের ভিত্তিতে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার যোগ্য। আলোচনা সভায় সদস্যরা পৌর এলাকার নানা রকম অসুবিধাসমূহ ও তার কারণ নিশ্চিত করে পৌরসুবিধা বঞ্চিত মানুষের সুসেবা দেয়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে ওবাইদুর রহমান চৌধুরী জিপুকে আপামর পৌরবাসীর পাশে থেকে কাজ করার জন্য আহ্বান জানান এবং সেই সাথে পৌর এলাকার সকল মানুষের নিকট ওবাইদুর রহমান চৌধুরী জিপুর জন্য দোয়া কামনা করেন। সর্বশেষ জেলা যুবলীগের আহ্বায়ক অদম্যনেতা ওবাইদুর রহমান চৌধুরী জিপু পৌরবাসীর সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুবলীগের সদস্য অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ। প্রেসবিজ্ঞপ্তি।