দর্শনা আকন্দবাড়িয়ায় ৩ দিনব্যাপি বাউল ও লোকজ উৎসবের উদ্বোধনকালে জিপু চৌধুরী

???????????????????????????????

হারুন রাজু: ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ মরমি কবি ফকির লালনের কালজয়ী এ গানকে প্রতিপাদ্য করে দর্শনা আকন্দবাড়িয়ায় প্রতিবারের মতো এবারো শুরু হয়েছে ৩ দিনব্যাপি লালন ও লোকজ উৎসব। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগ আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু। দর্শনা পৌর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে জিপু চৌধুরী বলেন, আকাশ সাংস্কৃতি ও অপসাংস্কৃতির রষানলে পড়ে বাংলাদের আদি সাংস্কৃতি আজ হারিয়ে যেতে বসেছে। ধীরু বাউলের মতো উদ্দ্যোগীদের এ ধরনের মহতি উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের সাংস্কৃতিমনা মানুষকে এগিয়ে আসা উচিত। বাউল গানে রয়েছে মাঠির গন্ধ। গতকাল শনিবার সন্ধ্যায় আকন্দবাড়িয়া নতুনপাড়া কেরুজমাঠে আয়োজিত উৎসবের আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উৎসবের আয়োজক মনিরুজ্জামান ধীরু বাউল। বিশেষ অতিথি ছিলেন দর্শনা প্রেসক্লাব সভাপতি হানিফ মণ্ডল, বেগমপুর আইসি ইনচার্জ সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর জাহেরুল ইসলাম। সাংবাদিক রেজাউল করিম লিটনের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, ইস্রাফিল হোসেন প্রমুখ। আলোচনা শেষে বাউল সঙ্গীত পরিবেশ করেন ধীরু বাউল ও চ্যানেল আইয়ের খুঁদে গানরাজ দেলোয়ার হোসেন। সবশেষে যাত্রাপালা ‘গুনাই বিবি’ মঞ্চায়ন করা হয়। এবারের মেলায় গ্রাম বাংলার ঐহিত্যবাহী নাগরদোলা, শিশুদের খেলনা, নানা রকমের বিনোদনের আয়োজন ছাড়াও রয়েছে বিভিন্ন স্টল।