দর্শনা কেরুজ ২০১৫-১৬ আখ রোপণ মরসুমের মূল্যায়নসভায় করপোরেশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন

দর্শনা অফিস: ২০১৫-১৬ আখ রোপণ মরসুমের মূল্যায়নসভা কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। কেরুজ চিনিকল, ফরিদপুর চিনিকল, কুষ্টিয়া সুগার মিলস, পাবনা সুগার মিলস ও মোবারকগঞ্জ চিনিকলের এ সভা গতকাল শনিবার সকাল ১০টার দিকে অনুষ্ঠিত হয়। সভায় ৫টি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক, কর্মকর্তা ও শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।

আখচাষের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন বলেন, আমাদের একটি কথা মনে রাখতে হবে, কৃষি প্রধান দেশে চাষিরাই সে দেশের প্রাণ। যুগযুগ ধরে চাষিকূল আমাদের অর্থনৈতিক বুনিয়াদকে সমৃদ্ধ করেছে। কৃষিবান্ধব এ সরকার কৃষকের সকল সুবিধা নিশ্চিত করতে হাতে নিয়েছে বিভিন্ন কর্মসূচি। তেমনিভাবে দেশের চিনি শিল্পকে বাঁচাতে হলে চাষি ভাইদের এগিয়ে আসতে হবে সবার আগে। সে ক্ষেত্রে বেশি বেশি করে আখ চাষের মধ্য দিয়েই সম্ভব দেশের এ মূল্যবান সম্পদ চিনিশিল্পকে রক্ষা করা। কৃষকদের পাশাপাশি মিলের কর্মকর্তাদের আন্তরিক হতে হবে। কৃষকদের সুযোগ-সুবিধার ব্যাপারে রাখতে হবে খেয়াল। দিনদিন কৃষকরা আখচাষের দিকে ঝুঁকে পড়ছে। চিনিকলের অতীত ঐতিহ্য ফিরতে শুরু করেছে। এ ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব মিলের কর্মকর্তাদের। বর্তমান সরকার দেশের মৃত ও রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পূণরুদ্ধার করে তা সচল করার চেষ্টা অব্যাহত রেখেছে। তাই আসুন সকল অনিয়ম, দুর্নীতি মোকাবেলা করে বাংলাদেশকে একটি শিল্প সমৃদ্ধশীল করে গড়ে তুলতে সকলেই আন্তরিক হই। কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) আজিজুর রহমান, সচিব এএসএম সাবদার হোসেন, সিপিই হাবিবুর রহমান, টিএস কামরুজ্জামান মিয়া, বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আ. হামিদ। কেরুজ চিনিকলের ব্যবস্থাপক সম্পসারণ গিয়াস উদ্দিনের উপস্থাপনায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত মূল্যয়নসভায় আরো বক্তব্য রাখেন পাবনা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, কুষ্টিয়া সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন, ফরিদপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মোস্তফা কামাল, এডিএম মনোয়রুল ইসলাম, ব্যবস্থাপক সম্প্রসারণ সুরঞ্জিত বারুই, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ ৫ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।