আলমডাঙ্গার ঘোলদাড়ি বাজারে পল্লী বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আহত ১

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলডাঙ্গার ঘোলদাড়ি বাজারে পল্লী বিদ্যুতের পোল থেকে তার চুরি করতে গিয়ে শক খেয়ে একজন আহত হয়েছে। তাকে গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গত পরশু বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে আলমডাঙ্গার ঘোলদাড়ি বাজারে পল্লী বিদ্যুতের পোল থেকে এলাকার তার চুরি সিন্ডিকেটের সদস্যরা তার চুরি করতে যায়। এ সময় বিদ্যুতের শক খেয়ে রাজিবুল নামে একজন গুরুতর আহত হয়। তাকে উদ্বার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর। এ ব্যাপারে মেহেরপুর পল্লী বিদ্যুতের আলমডাঙ্গা জোনের এজিএম মোহাম্মদ সাদিকুর রহমান জানান, এ চুরির ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে।

Leave a comment