কার্পাসডাঙ্গা আন্তঃইউনিয়ন ফুটবলে হুদাপাড়াএকাদশের জয়লাভ

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা কার্পাসডাঙ্গা আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের ৩য় খেলায় হুদাপাড়া একাদশ জয়লাভ করেছে। গতকাল শুক্রবার কার্পাসডাঙ্গা হাইস্কুল ফুটবলমাঠে উপজেলার হুদাপাড়া ফুটবল একাদশ ২-০ গোলে বয়রা একাদশকে পরাজিত করে। খেলাটি শ শ ফুটবলপ্রেমী উপভোগ করেন। খেলাটি পরিচালনা করেন আবু বক্কর সিদ্দিক, তিতুয়ার রহমান, জাকির হোসেন। ধারাভাষ্যে ছিলেন ফরিদ চৌধুরী।

Leave a comment