স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার বড়গাংনী ইউনিয়ন যুবলীগের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড সভাপতি রোকনুজ্জামান রোকন। প্রধান অতিথি ছিলেন মোমিনপুর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা গোলাম ফারুক জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান কবির, অ্যাড. তসলিম উদ্দীন ফিরোজ ও মো. আসাদুজ্জামান সবুজ। বক্তারা বলেন, ঘরোয়া আওয়ামী লীগ আমরা আর করবো না। আমরা বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামী লীগ করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত আওয়ামী লীগ করছি এবং ভবিষতেও করবো। যুবলীগ নামধারী ঘাপটিমারা নেতাকর্মীদের বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। তাদের হামলা মামলা থেকে কেউ রক্ষা পায়নি। আপনারা সতর্ক থাকবেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত নেতা জিপু চৌধুরীর সাথে রাজনীতি করছি, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবলীগ সদস্য আসাদুজ্জামান সবুজ, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. জানিফসহ গাংনী ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বড়গাংনী ইউনিয়ন যুবলীগ সদস্য মো. ফারুক হোসেন। প্রেসবিজ্ঞপ্তি