গাংনী প্রতিনিধি: ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে গাংনীতে ২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় পরিষদ ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বেতনস্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল এবং বৈষম্য নিরসনের দাবি আদায়ের লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গতকাল গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় উপজেলা কৃষি অফিসার রইচ উদ্দীনকে আহ্বায়ক মনোনীত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এএসএম মারুফ হাসান, উপজেলা প্রকৌশলী আবুল বাসেদ ও ডা. আলাউদ্দীনকে যুগ্মআহ্বায়ক এবং মৎস্য সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ড. আসাদুজ্জামান মানিককে সদস্য সচিব মনোনীত করে ওই কমিটি গঠন করা হয়। দাবি পুরণে স্মারকলিপি পেশসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।