মহেশপুর প্রতিনিধি: অবৈধভাবে ভারতে যাওয়ার পথে মহেশপুরের জলুলি সীমান্তে ১৩ বাংলাদেশিকে বিজিবি আটক করেছে। আটককৃতদের গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।
জানা গেছে, গত সোমবার বিকেলে মহেশপুর উপজেলার জলুলি সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় জলুলি ক্যাম্পের টহল বিজিবি ল্যান্স নায়েক নুরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ১৩ বাংলাদেশিকে আটক করেন। গতকাল মঙ্গলবার সকালে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করলে পুলিশ তাদেরকে ঝিনাইদহ আদালতে চালান দেয়। আটককৃতরা হলেন মো. মহি উদ্দিন, আবু বক্কর সিদ্দিক, জসিম উদ্দিন, শামীম আহম্মেদ, বজলুর রহমান, ওয়াজ্জেদ আলী, ইমন, আলাউদ্দিন, জাহাঙ্গীর, সুমন গাজী, বিল্লাল হোসেন, আমজেদ হোসেন ও সোহেল আহম্মেদ। এদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও মাদারীপুর জেলায়। এরা একটি দালাল চক্রের মাধ্যমে ভারতে যাচ্ছিলো।