গ্রেফতার হুড ব্যবসায়ী জহুরুলের বাড়ি মিনি অস্ত্র তৈরির কারখানা

জীবননগর ব্যুরো: জীবননগর শহরের আঁশতলাপাড়ার বাড়িতে দ্বিতীয় দফা অভিযান চালিয়ে অস্ত্র তৈরির মিনি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। পুলিশ ওই অস্ত্র তৈরির কারখানায় হানা দিয়ে আরো ১টি এয়ারগান ও একটি শার্টারগান উদ্ধার করেছে। সেই সাথে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি তৈরির বিপুল পরিমাণ কাঁচামালসহ সরঞ্জামাদি। একই সাথে আটক করা হয়েছে অস্ত্র তৈরির হোতা জহিরুল ইসলাম (৫০) ওরফে মতিয়ারকে। গত সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পুলিশ এ অভিযান পরিচালনা করে। পুলিশের তাৎক্ষণিক অভিযানের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দৈনিক মাথাভাঙ্গায় এয়ারগান ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ একজনকে গ্রেফতার শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
থানা সূত্রে জানা যায়, জীবননগর কেবি মার্কেটে হুডব্যবসার আড়ালে জহুরুল হক ওরফে মতিয়ার তার বাড়িতে অস্ত্রের মিনি কারখানা গড়ে তোলে। এখানে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির পর তা চড়া মূল্যে সন্ত্রাসীদের নিকট বিক্রি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবুল হাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে জহুরুল হক ওরফে মতিয়ারের বাড়িতে হানা দেন। এ সময় ১টি অত্যাধুনিক এয়ারগান উদ্ধার করেন। দ্বিতীয় দফা অভিযান চালিয়ে একটি এয়ারগান ও একটি শার্টারগান, ইয়ারগানের বাট, খেলানা জাতীয় বন্দুক, বিপুল পরিমাণ ট্রিগার, বোল্ট, ইস্প্রিং, গুলি তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। এসব সরঞ্জামাদি তালা দিয়ে বন্ধ করা একটি বাক্স ও একটি বস্তার মধ্যে লুকানো ছিলো। পুলিশ এ সময় অস্ত্র তৈরির হোতা জহুরুল হক ওরফে মতিয়ারকে আটক করে। থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আটককৃত জহুরুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালতে সোপর্দ করার পর প্রয়োজনে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।