হাড়োকান্দির স্কুলছাত্রী শারমিনের বিষপানে আত্মহত্যা!

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার পল্লি হাড়োকান্দির স্কুলছাত্রী শারমিন আত্মহত্যা করেছে। পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়ে বলেছে, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সে বিষপান করে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। ভর্তির ঘণ্টাখানেকের মাথায় মারা যায় শারমিন। লাশ গতরাতে হাসপাতালেই ছিলো। আজ ময়নাতদন্ত শেষে নিজ গ্রামে দাফন কাজ সম্পন্ন করা হতে পারে।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার হাড়োকান্দির আশরাফুল ইসলামের মেয়ে শারমিন গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। কেন বিষপান করেছে তা অবশ্য নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। কেউ কেউ বলেছে, প্রেমঘটিত বিষয়ে নিজের বাড়িতে বকাবকি শুনে অভিমানী হয়ে আত্মঘাতী হয়েছে শারমিন। পুলিশ অবশ্য প্রাথমিক তদন্ত শুরু করেছে।