৬ দফা দাবিতে মেহেরপুরে প্রকৃচি’র মতবিনিময়সভা ও স্মারকলিপি পেশ

মেহেরপুর অফিস: ৮ম বেতন স্কেলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে ও মর্যদা সমুন্নত রাখার লক্ষ্যে ৬ দফা দাবিতে মেহেরপুরে মতবিনিময়সভা ও স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টায় মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসন। প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক এসএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময়সভায় উপস্থিত বক্তব্য রাখেন প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির মেহেরপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল্লা আল আমিন, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আনোয়ারুল ইসলাম, সিভিল সার্জন ডা. মজিবুল হক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, জেলা বিএমএর সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিক, জেলা স্বাচিপের সভাপতি ডা. এমএ বাশার, আমঝুপি তৈল ও বীজ খামারের উপপরিচালক মির্জা সফিকুল ইসলাম প্রমুখ। পরে তারা তাদের দাবি সম্বলিত স্মারকলিপি এমপিকে পেশ করা হয়।