দর্শনা মেমনগর মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

দর্শনা অফিস: দর্শনার ঐতিহবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি হচ্ছে চলতি বছরের ৩১ ডিসেম্বর। শতবর্ষ পূর্তি স্মরণীয় করে রাখতে গ্রহণ করা হচ্ছে ব্যাপক আয়োজন। আয়োজনের অংশ হিসেবে মেমনগর স্কুলমাঠে আয়োজন করা হয় আন্তঃ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। উপজেলার ২৯টি মাধ্যমিক বিদ্যালয় এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। গতকাল রোববার বিকেলে মেমনগর ফুটবলমাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয়া নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়কে ৪-০ গোলে হারিয়ে মদনা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন, সুভাষ, নিপুন ও আলো।

ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য উদযাপন পরিষদের সভাপতি হাজি আলী আজগার টগর বলেন, লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলা একদিকে যেমন মননশীলতার বিকাশ ঘটায়, খুঁজে বের করে লুকায়িত প্রতিভা, গড়ে তোলে সৃজনশীল ও সাহসী করে। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। তাই আসুন বেশি বেশি করে প্রতিযোগিতামূলক খেলাধুলার মাধ্যমে বর্তমান প্রজন্মকে প্রত্যয়ী ও সাহসী করে গড়ে তুলি। ঐতিহ্যবাহী মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূতি উৎসবকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেলো এ ফুটবল টুর্নামেন্ট। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান উদযাপন পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দর্শনা পৌর মেয়র উদযাপন পরিষদের সহসভাপতি মহিদুল ইসলাম, কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, উদযাপন পরিষদের উপদেষ্টা অ্যাড. শহিদুল ইসলাম, সৈয়দ মজনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, জাহিদুল ইসলাম, মোমিনুল ইসলাম, মোজাহারুল ইসলাম, মোশাররফ হোসেন, শফিকুল আলম, আ. রকিব কাবি, হাতেম মণ্ডল, সমন্বয়কারী গোলাম ফারুক আরিফ, যুগ্মসম্পাদক আলী মুনসুর বাবু, শফিকুল ইসলাম সাবু, কেরুজ ডিস্টিলারি সেলস অফিসার শেখ শাহবুদ্দিন, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, হাবিবুর রহমান বুলেট, রবিউল ইসলাম শুকলাল, দর্শনা পৌর প্যানেল মেয়র রেজাউল ইসলাম, সাবেক প্যানেল মেয়র কাজল আহম্মেদ, কাউন্সিলর রবিউল হক সুমন, জাহেরুল ইসলাম ও আ. রাজ্জাক। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাবেক জাতীয় ফুটবলার গিয়াসউদ্দিন পিনার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোট, আজিজুর রহমান বাবু, শেখ আসলাম আলী তোতা, ইকবাল হোসেন, সোলাইমান কবির, রফিকুল আলম, আজাদ হোসেন, মামুন শাহ, ফয়সাল, রেজাউল হক, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, আলামিন, লোমান প্রমুখ। সার্বিক অনুষ্ঠান উপস্থাপনা ও খেলার ধারাভাষ্য দেন সাংবাদিক হানিফ মণ্ডল ও হাসান গাজী।