স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভালাইপুর মোড়ে যুবলীগের উদ্যোগে আশাবুল হক আশার ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে চিৎলা, খাদিমপুর, গাংনী ও আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে চুয়াডাঙ্গার ভালাইপুর মোড় হাটশেডে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় জেলা যুবলীগ নেতা চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল ইসলাম ফকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের অন্যতম নেতা নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন দিপু, সাবেক মেহেরপুর জেলা ছাত্রলীগের ভিপি মোজাম্মেল হক, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলু, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন, সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক রকিবুল হাসান, চিৎলা ইউনিয়ন যুবলীগের সহসাধারণ সম্পাদক রবিউল ইসলাম ঝন্টু, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক কালু, সাংগঠনিক সম্পাদক মহিবুল হক মন্টু, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি, মুক্তার হোসেন, ছানোয়ার হোসেন, চিৎলা ইউনিয়ন যুবলীগ নেতা মশিউর রহমান, পাইলট মিয়া, এমদাদ হোসেন, ওয়াসিম হোসেন, টিটু, কামরুল, শামীম একলাছ, লুইচ, জেলা ছাত্রলীগ নেতা মিল্টন আহম্মেদ, সাইফুল ইসলাম, জিকরু, সাজন, তাজুল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দিপু। আলোচনাসভা শেষে আশাবুল হক আশার মাগফেরাত কামনায় মওলানা সহিদুল ইসলাম দোয়া পরিচালনা করেন।