টিপ্পনী

খবর:(স্থানীয় নির্বাচন; দল বাড়ার ইঙ্গিত)

 

উঠলো ভোটের হাওয়া

বন্ধ নাওয়া-খাওয়া

নেতার মুখে হাসি এখন

শান্তি দিয়ে ছাওয়া।

 

দিচ্ছে অনেক দাওয়া

ফস পানি ঘি গাওয়া

করছে পূরণ প্রার্থী এখন

অনেক লোকের চাওয়া।

 

পাড়ায় পাড়ায় যাওয়া

নেতায় নেতায় ধাওয়া

ভোটের পরে ওই নেতাদের

আর কি যাবে পাওয়া?

 

আহাদ আলী মোল্লা