মেহেরপুর গাংনীর কাথুলী ইউনিয়ন পরিষদের উপনির্বাচন সম্পন্ন মিজানুর রহমান রানা বিজয়ী

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা। গতকাল বুধবার ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন রির্টানিং অফিসার। ভোটে টান টান উত্তেজনা থাকলেও সুষ্ঠু পরিবেশ বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেন প্রার্থী ও ভোটাররা।

বিজয়ী মিজানুর রহমান রানা তালগাছ প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৮১৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রয়াত চেয়ারম্যান কাবুল হোসেনের ছেলে শিহাব আলী (দুটি পাতা) পেয়েছেন ৩ হাজার ২৮৫ ভোট। বিজয়ী প্রার্থীর সাথে ভোটের ব্যবধান ১ হাজার ৫৩৪। তৃতীয় স্থানে আছেন বিএনপি মনোনীত প্রার্থী জিয়াদ আলী (অটোরিকশা) পেয়েছেন ৩ হাজার ১৫৬ ভোট। অপর প্রার্থী কৃষক লীগ নেতা আতিয়ার রহমান (টেবিল ফ্যান) ২ হাজার ২৩৭ ভোট ও আরশেদ আলী (ফ্রিজ) ৬০১ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে ১৬ হাজার ৮৯৭ জন ভোটারের মধ্যে ১৪ হাজার ২২৪ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাতিল হয়েছে ২৬১ ভোট। ভোট প্রদানের হার শতকরা ৮৪ দশমিক ৯৮ ভাগ।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কোনো বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নারী ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেন বিভিন্ন বয়সী ভোটাররা। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। এদিকে বেসরকারি ফলাফল ঘোষণার আগেই প্রার্থীর সমর্থকরা সবগুলো কেন্দ্রের ফলাফল পেয়ে জয়ের ব্যাপারে নিশ্চিত হন। এ সময় রানার ভক্ত সমর্থকরা গাড়াবাড়ীয়া বাজার এলাকায় আনন্দ মিছিল করেন। পরে রানা গাংনী উপজেলা পরিষদে আসলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। রানার বিজয়কে জনগণের বিজয় হিসেবে আখ্যায়িত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মহিবুর রহমান মিন্টু, উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান রেজা সেন্টু, সম্পাদক বিপ্লব হোসেনসহ আওয়ামী লীগ নেতাকর্মীবৃন্দ। এছাড়াও রানাকে ফুল দিয়ে বরণ করেন জেলা ট্রাক মালিক গ্রুপের যুগ্মসাধারণ সম্পাদক নুরুজ্জামান জামান, সভাপতি গোলাম রসুল ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান উদ্দীন রুপক। বিজয়ী রানাকে অভিনন্দন জ্ঞাপন করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল ফোর্সের পাশাপশি ৱ্যাব-বিজিবির আলাদা টহলদল মোতায়েন করা হয়। চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজিবি দল নিয়ে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ২৮ আগষ্ট কাথুলী ইউপি চেয়ারম্যান কাবুল হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়।

 

Leave a comment