আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শহরের বিসমিল্লাহ খাদ্য ভাণ্ডারে রহস্যজনক চুরি সংঘটিত হয়েছে। নগদ টাকাসহ জমির দলিল চুরি করে নিয়ে গেছে চোরেরা।
জানা গেছে, আলমডাঙ্গা শহরের চাল বাজারের বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান বিসমিল্লাহ খাদ্য ভাণ্ডার। গত বৃহস্পতিবার দিনগত রাতে ওই ব্যবসা প্রতিষ্ঠানের পেছনের পাকা দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে অজ্ঞাত চোরচক্র। তারা ক্যাশবাক্সের ড্রয়ার ভোঙে ৪০ হাজার টাকা ও জমির মূল্যবান দলিলপত্র নিয়ে গেছে বলে দোকান মালিক চাঁদ আলী অভিযোগ করেছেন। তবে জমির দলিল চুরি যাওয়ায় এ চুরির ঘটনাকে অনেকেই রহস্যজনক মনে করছে।