ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মাহি

বিনোদন প্রতিবেদক: পড়তি ক্যারিয়ারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ঘরছাড়া হয়ে এখন প্রায় যাযাবরের মতোই ঘুরছেন তিনি। মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’ ছাড়া হাতে কোনো ছবি ছিল না। তাও আবার ছবিটি পুরোপুরি বাণিজ্যিক ঘরানার নয়। ‘ঢাকা অ্যাটাক’ নামের একটি ছবিতে অভিনয়ের কথা থাকলেও ছবির শুটিং কবে নাগাদ শুরু হবে সেটা অনিশ্চিত। তাই চেষ্টা করছেন নতুন ছবি হাতে নেয়ার। সে ধারাবাহিকতায় গতকাল নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। নাম চূড়ান্ত না হওয়া এ ছবিটি পরিচালনা করছেন মালেক আফসারী। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও মালেক আফসারীকে ক্যামেরার পেছনে দেখা যাবে। ছবিতে মাহির নায়ক হিসেবে নবাগত আসিফকে চূড়ান্ত করা হয়েছে। গতকাল রাজধানীর একটি স্থানীয় রেস্টুরেন্টে প্রযোজনা সংস্থা ‘আইকন এন্টারটেইনম্যান্ট’ নায়ক, নায়িকা ও পরিচালকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। নয়া চ্যালেঞ্জ নিয়ে আসিফ ও মাহিকে দর্শকের সামনে নিয়ে আসবে বলেই নতুন এ প্রযোজনা সংস্থার ধারণা। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘চলচ্চিত্রটির গল্প আমার শোনার সুযোগ হয়ে উঠেনি। কিন্তু যেহেতু এর নির্মাতা মালেফ আফসারী স্যার, তাই তার নির্দেশনায় কাজ করার লোভ সামলাতে পারিনি। আমি তার নাম শুনেই চলচ্চিত্রটিতে কাজ করতে আগ্রহী হয়ে উঠেছি।’ আসছে নভেম্বরেই ছবির শুটিং শুরু হবে বলে পরিচালক জানান।