এবার প্রতীকী ভাষায় বজরঙ্গি ভাইজান

বিনোদন প্রতিবেদক: সালমান খানের ক্যারিয়ারে তো বটেই, বলিউডের ইতিহাসে কবির খানের ‘বজরঙ্গি ভাইজান’ একটি ইতিহাস। পাকিস্তানি এক বাকপ্রতিবন্ধী শিশুর অনাকাক্সিক্ষত ঘটনায় ভারতে ঢুকে পড়া এবং পরবর্তীতে বজরঙ্গি ভাইজানের অক্লান্ত পরিশ্রমে তার পাকিস্তানে ফিরে যাওয়ার কাহিনী নিয়ে নির্মিত ছবির ঘটনা কিন্তু কাল্পনিক নয়। রিল লাইফের সেই ‘মুন্নি’ সন্ধান পাওয়া গেছে অনেক আগেই। নাম তার গীতা। সেই রিয়েল লাইফ মুন্নিরূপী গীতার অনুরোধেই এবার প্রতীকী ভাষায় (সাইন ল্যাংগুয়েজ) ডাবিং হতে চলেছে ‘বজরঙ্গি ভাইজান’। বিশেষ ক্ষমতাসম্পন্নদের সাহায্যকারী কেন্দ্রের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত করা হবে বলে জানা গেছে। বাস্তব জীবনে পথ ভুলে পাক সীমান্তে ঢুকে পড়া মুন্নির (গীতা) কাহিনী পুরোটাই সুপারহিট। আর এ কাহিনীই দেখতে চান ২৬ বছর বয়সী গীতা। কারণ এ কাহিনী তার। তাই তার অনুরোধ, প্রতীকী ভাষায় ডাবিং করা হলে বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্নরাও ছবিটি উপভোগ করতে পারবে। আপাতত পাকিস্তানের করাচিতে অবস্থান করছেন গীতা। কিছুদিন আগেই নিজ দেশ ভারত থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। ২৬ অক্টোবর স্থায়ীভাবে ঘরে ফিরছেন তিনি।